চুপ থাকার ফজিলত
চুপ থাকা মানে দুনিয়াবী কথা থেকে চুপ থাকা। জবান সবসময় জিকির - ফিকিরে রাখা। রাসূল সাঃ অনেক বেশী চুপ থাকতেন। মুখ দিয়ে বের হওয়া কথাটা হয় সওয়াব হবে না হয় গুনাহ হবে।
মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার কাজে সচেতন পাহারাদার তার নিকটে রয়েছে। (সূরা কাহাফ -১৮)
রাসূল সাঃ বলেন, যে আল্লাহ এবং আখিরাতের ওপর ঈমান রাখে তাঁর উচিত ভালো কথা বলা অথবা চুপ থাকা। (বুখারী শরীফ)
রাসূল সাঃ বলেন, যে চুপ থেকেছে সে নাজাত পেয়েছে (তিরমিজী শরীফ)
রাসূল সাঃ বলেন, যে মানুষ তার জবান ও যৌন জীবনের জামীন হতে পারে, আমি তার জান্নাতের জামীন হবো (বুখারী শরীফ)
রাসূল সাঃ বলেন, যে নিরাপদ থাকতে চায় তার চুপ থাকা অতি জরুরী। (মুসনাদ আবী ইয়া`লা)
একটি মন্তব্য পোস্ট করুন